বিশ্বকর্মা দেবতা

বিশ্বকর্মা হলেন এক জন কারিগর দেবতা। বিশ্বকর্মা দেব-দেবীর প্রাসাদ, অস্ত্র নির্মান করেছিল বলে মনে করা হয়। শিল্পী ও স্রষ্টা ভগবান বিশ্বকর্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে ভাদ্র মাসের সংক্রান্তির দিন পূজা করা হয় এই শুভ দিনে সমস্ত যন্ত্র-পাতি সাজসরঞ্জাম, ও অস্ত্র পূজা করা হয়।

বিশ্বকর্মা পূজার কি কি লাগবে :- পুরোহিত বরণ ধুতি ১টা, বিশ্বকর্মার ধুতি ১টা, ঘটাচ্ছাদন গামছা, ঘট, কুণ্ডহাঁড়ি, তেকাঠা, দপন, তীর,বরণডালি, সশীষ ডাব, একসরা আতপ চাল, সিঁন্দুর, তিল,হরিতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চ রত্ন, পঞ্চ শস্য, পঞ্চ পল্লব, পুস্প, দূব্বা, তুলসী পাতা, বিল্বপত্র, ধূপ, ধূনা, দীপ, আসনাঙ্গুরীয়ক, মধুপরকের বাটি, ঘৃত, মধু, নৈবেদ্য, কুচা নৈবেদ্য, চন্দ্র মালা, পুস্পমালা, থালা, ঘটি, পান, বালি, কাষ্ঠ আরতির সাজ।

বিশ্বকর্মার মন্ত্র :- ওঁ বিশ্বকৰ্ম্মণে নমঃ।

বিশ্বকর্মার ধ্যান মন্ত্র :- দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারকঃ। বিশ্বকৃৎ বিশ্বধূক্ ত্বঞ্চবাসনামানদণ্ডধূক্ ।। ওঁ বিশ্বকৰ্ম্মণে নমঃ।

বিশ্বকর্মা গায়ত্রী -: ওঁ শিল্পাচার্য্যায় দেবায় নমস্তে বিশ্বকৰ্ম্মণে স্বাহা।

বিশ্বকর্মার প্রনাম মন্ত্র -: ওঁ দেবশিল্পিন্ মহাভাগ দেবানাং কাৰ্য্যসাধক। বিশ্বকৰ্ম্মন্ নমস্তুভ্যং সর্ব্বাভীষ্টফলপ্রদ।

বিশ্বকর্মার মাহত্ম -: যন্ত্র পাতি ভালো থাকবে এবং কর্মের দক্ষতা বৃদ্ধি পাবে এর ফলে সুখ ও সমৃদ্ধি হয়।

বিশ্বকর্মার নির্মাণ -: পুরীর জগন্নাথদেবের মন্দির, কৃষ্ণ দ্বারকা প্রসাদ, লঙ্কার রাজা রাবনের প্রাসাদ, সমস্ত দেব দেবীর অস্ত্র এবং দেবতাদের প্রাসাদ।

বিশ্বকর্মার মা বাবা নাম -: দেব গুরু বৃহস্পতির বোন যোগ সিদ্ধার পুত্র বাবার নাম প্রভাস ইনি হলেন অষ্টবসুর একজন। তবে তার বাবা ও মাকে নিয়ে বিভিন্ন মহলে মতভেদ আছে।

বিশ্বকর্মার ছেলে মেয়ে কটি -: বিশ্বকর্মার ৫ জন ছেলে আর ২ জন মেয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top