আকাশে সাতটি তারা একত্রে জিজ্ঞাসার চিহ্নের মতো দেখা যায় এর নাম সপ্তর্ষি মণ্ডল।এই সাতটি তারা হলেন সাত জন ঋষি। প্রতি মনন্তরে এই সপ্তর্ষি পরিবর্তন হয়ে নতুন সপ্তর্ষি আসেন। সপ্তর্ষি বৃন্দ হলো ব্রহ্মার মানস পুত্র। যারা বিশ্বসংসারের ভারসাম্য রক্ষা করেন। দেবতাদের চেয়ে বেশি ক্ষমতা শালী। সপ্তর্ষি হল বশিষ্ট, মরীচি, অত্রি, অঙ্গিরা, ক্রতু, পুলহ, পুলস্ত্য, ভিন্ন মনন্তরে পরিবর্তন হয়েছে।
বশিষ্ট :- বশিষ্ট ব্রহ্মার মানস পুত্র সপ্তর্ষি মণ্ডলের মধ্যে এক জন ঋষি। সূর্য বংশীয় রাজাগনের কুল পুরোহিত। ইনি তপস্যার দ্বারা যথেষ্ট আত্মোন্মতি সাধন করেছিলেন।শবলা নাস্মী একটি কামধেনু প্রাপ্ত হয়েছিলেন। এই ধেনুর কাছে তিনি যখন যা চাইতেন তাই পেতেন। একবার রাজা বিশ্বামিত্র সৈন্য সহ তাহার ছোট্ট আশ্রমে আসেন।তখন বশিষ্ঠ মুনি কামধেনুর সাহায্যে রাজা বিশ্বামিত্র সহ সৈন্যদের ভালো খাবার এবং থাকার ব্যবস্থা করেন। কিভাবে এতো তাড়াতাড়ি সমস্ত কিছু তিনি আয়োজন করলেন রাজা বিশ্বামিত্র জানতে চাইলেন। বশিষ্ট মুনি কামধেনুর কথা বলেন।এই কথা শুনে বিশ্বামিত্র কামধেনু চায় কিন্তু তিনি দিতে না চাইলে সৈন্য নিয়ে বশিষ্ঠ মুনি উপর আক্রমণ করেন। বশিষ্ঠ মুনি ক্রোধে। ব্রহ্মদণ্ড ধারণ করে তার সমস্ত সৈন্য ধ্বংস করেন। রাজা বিশ্বামিত্র ব্যর্থ হয়ে চলে গেলেন।
মরীচি :- ব্রহ্মার দশজন মানসপুত্রের মধ্যে মরীচি ছিলেন অন্যতম এবং সপ্তঋষি গনের মধ্যে ইনি একজন। মতভেদ আছে স্বয়ং ভগবান ব্রহ্মাই মরীচি রূপে জন্মগ্ৰহণ করেছিলেন। কর্দম ঋষি ও দেবাহুতির কন্যা কলা তার স্ত্রী।কশ্যপ তাদের পুত্র। মরীচির অপর পত্নী ঊমার গর্ভে ছয়জন পুত্র হয়। মরীচি তাহার পত্নী ধর্মব্বতাকে অভিশাপ দিয়ে পাথরে পরিণত করেন যা আজও গয়াতে এই শিলা বর্তমান। হিন্দুরা পিতৃ তর্পন ঋষি মরীচি উদ্দেশ্যে জল দান করে থাকেন।
অত্রি :- ধ্যানমগ্ন ব্রহ্মার নেত্র থেকে অত্রি মুনির উৎপত্তি। অত্রি মুনি কর্দম ঋষির কন্যা অনসূয়াকে বিবাহ করেন। মনুসংহিতা মতে – ইনি মনুর সৃষ্ট দশজন প্রজাপতির মধ্যে এক জন। রামচন্দ্র বনবাসকালে অত্রি মুনির আশ্রমে এসেছিলেন। অত্রি মুনির স্ত্রী অনসূয়া মা সীতাকে এক বিশেষ বস্ত্র দান করে সীতাকে ধর্মের মাহাত্ম্য কথা বলেন।
অঙ্গিরা :- ইনি সপ্তর্ষিদের মধ্যে এক জন অন্যতম ব্রহ্মার মানস পুত্র। অঙ্গিরা কর্দম ঋষির কন্যা শ্রদ্ধাকে বিবাহ করেন। তার দুই পুত্র উতথ্য ও বৃহস্পতি।অন্যমতে দক্ষের কন্যা স্মৃতিকে বিবাহ করেন। এনার চারজন কন্যা সিনিবাসী, রাহা কুহু , ও অনুমতি ।
ক্রেতু :- ক্রেতু হলেন ব্রহ্মার মানস পুত্র। সপ্তর্ষি মধ্যে একজন ঋষি।
পুলহ :- ইনি সপ্তর্ষিদের মধ্যে এক জন। ব্রহ্মার মানস পুত্র।
পুলস্ত্য :- ইনি ব্রহ্মার মানস পুত্র। সপ্তর্ষি ঋষিদের মধ্যে এক জন।